বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গোপালগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা তারুণ্যের উৎসব

অশোক সেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গোপালগঞ্জের ক্রিকেট স্টেডিয়ামে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।
প্রতিযোগিতায় বালকদের তিনটি এবং বালিকাদের দুইটি বিভাগে মোট ২০টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১০ জন প্রতিযোগী অংশ নেয়।
পরে জেলা প্রশাসক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাসেল মুন্সিসহ সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া, তারুণ্যের উৎসব ২০২৪-২৫ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন খেলোয়াড় প্রশিক্ষণে অংশ নেয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আরো পড়ুন

জাহানারার অভিযোগ গুরুতর—বললেন তামিম, তদন্তে বিসিবি সংশ্লিষ্ট কাউকে চান না

বাংলাদেশ বানী ডেস্ক জাহানারার অভিযোগ গুরুতর—বললেন তামিম, তদন্তে বিসিবি সংশ্লিষ্ট কাউকে চান না বৃহস্পতিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *