আমতলী প্রতিনিধি।।
আমতলীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আমতলী শাখার আয়োজনে মধুমাস ও বর্ষা বরন অনুষ্ঠান শুক্রবার বিকেলে লোকজ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের দেশীয় নানা প্রজাতির ফল দিয়ে আপ্যায়ন করা হয়,
আমতলী শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্বে মধু মস
ও বর্ষ বরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবু জিহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের প্রফেসর (অব:) আনোয়ার হোসেন আকন, আমতলী উদীচী শিল্পীগোষ্ঠীর ০১ নং সদস্য শাহাবুদ্দিন পান্না-নির্বাহী পরিচালক এন এস এস, উপদেষ্টা জাকির হোসেন, সহ-সভাপতি এ্যাড সৈয়দ নূহ উল নবীন, ইউপি সদস্য নাজমুন নাহার মুকুল, সাংবাদিক নাসরিন সিপু প্রমুখ। অনুষ্ঠানের সার্বক সহযোগিতা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আমতলী উপজেলা শাখা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।