নিজস্ব প্রতিবেদক।।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী। গতবছর থেকে এ বছরে পাশের হার ও জিপিএ ৫ কমেছে।
গতবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১৬৭ জন শিক্ষার্থী।
বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৫৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৩৭ জন ও ছাত্রী ৩১ হাজার ৪০২ জন। পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৬৪২ জন ও ছাত্রী ২২ হাজার ৪২৪ জন।
১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দুটিতে শতভাগ পাশ
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১২টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করেনি। বোর্ডের ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১২টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করেনি। আর মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অর্থাৎ শতভাগ পাস করেছেন।
যে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি তারমধ্যে বরগুনার ১ টি, ভোলার ৪ টি, বরিশাল জেলায় তিনটি, ঝালকাঠির দুটি ও পটুয়াখালী জেলায় দুটি কলেজে রয়েছে। যারমধ্যে রয়েছে বরগুনার বামনার সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভোলার বোরহানউদ্দিনের দেউলা তালুকদার বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমোহনের বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদরের ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও মেদুয়া কলেজ, ঝালকাঠির নলছিটির রাঙ্গাপাশা সেকেন্ডারি স্কুল ও কলেজ এবং আব্দুস সালাম কলেজ, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ ও দুমকি উপজেলার দুমকি নাছিমা কেয়ামত আলী মহিলা কলেজ।
এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ১৯৭টি কলেজে এবং ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ১৩৮টি কলেজে। এর মধ্যে ২০ শতাংশের নিচে ছয়টি, ১৫ শতাংশের নিচে ছয়টি এবং ১০ শতাংশের নিচে দুটি কলেজের পরীক্ষার্থী পাস করেছেন।
বিভাগের ৬ জেলার মধ্যে শীর্ষে বরিশাল
এইচএসসিতে বরিশাল বোর্ডের আওতাধীন ৬টি জেলার মধ্যে পাসের হারের দিক থেকে এবারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা। আর সবার নীচের অবস্থানে রয়েছে বরগুনা জেলা।
ফলাফল সূত্রে জানা গেছে, গত বছর পাশের হার বেশি থাকলেও এবছর পাশের হার কম। তবে যারা নিয়মিত পড়াশুনা করেছে তারাই কাঙ্খিত ফলাফল অর্জন করেছে।
এ বছর গড় পাশের হারে বরিশাল জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৬৮ দশমিক ১৬ শতাংশ।
এরপর দ্বিতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাশের হার ৬৪ দশমিক ৭৮। তৃতীয় অবস্থানে থাকা ভোলা জেলার পাশের হার ৬২ দশমিক ৯৮। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৫৮ দশমিক ৬৪, যা গত বছর ছিল ৮৯ দশমিক ২৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৫৭ দশমিক ৪৪ এবং ষষ্ঠ অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৫১ দশমিক ৭৭।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, এ বিভাগে মোট ৮০৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৭৭৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯১ জন জিপিএ-৫ পেয়েছে।
সব বিভাগে মেয়েরা এগিয়ে
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি,এম, শহীদুল ইসলাম জানান, বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে। যেখানে পাস হারের ব্যবধান ১৮ দশমিক ৬০ শতাংশ।
এদিকে ফলাফল ও জিপিএ-৫ এর দিক থেকে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। এ বছর বিজ্ঞান বিভাগের পাসের হার সর্বোচ্চ ৭১.৫৮। আরএ বছর বিজ্ঞান থেকে মোট সর্বোচ্চ ৮০৬ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৪৮২ জন মেয়ে পেয়েছে জিপিএ-৫। এছাড়া ৩২৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে মানবিক বিভাগে পাসের হার ৬০.২১ এবং এ বিভাগ থেকে মোট ৭৭৭ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৬৬ মেয়ে এবং মাত্র ১১১ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২.০৪ এবং এ বিভাগ থেকে ৯১ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৬৯ জন মেয়ে এবং ২২ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে।
এদিকে তিন বিভাগে পাসের হার মিলিয়ে দেখা যায় মেয়েরা ৭১.৪১ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৫২.৬০। আর সংখ্যায় হিসেব কষলে ২২ হাজার ৪২৪ জন মেয়ে এবং ১৪ হাজার ৬৪২ জন ছেলে পাস করেছে।
উপজেলায় এবারও শীর্ষে বানারীপাড়া ডিগ্রি কলেজ
সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে বানারীপাড়া উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে বানারীপাড়া ডিগ্রি কলেজ।
১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পাঠদান করে আসছে কলেজটি। কলেজটির বর্তমান অধ্যক্ষ মোসাঃ আফরোজা বেগমের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে কলেজটি। তিনি দায়িত্ব নেবার পর থেকে কলেজটি উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল গঠন করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। দুর্বল শিক্ষার্থীদের গাইড শিক্ষকের তত্ত্বাবধানে এনে তদারকি করাচ্ছেন। যার জন্য কলেজটি সাফল্য ধরে রেখে দিন দিন আরো উন্নতি করছে।
কলেজটির এবারের পাসের হার ৮০.৩৭% যা বানারীপাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ পেয়েছে ৩জন, জিপিএ-৪ পেয়েছে ২১জনসহ মোট ১৩১জন শিক্ষার্থী পাস করেছে। এই ফলাফলের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অভিভাবকরা। ##
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।