চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে আলোচিত সিরাজ হত্যা মামলার প্রধান আসামি বাবুলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-৮ ও র্যাব-১২ এর যৌথ অভিযানে বগুড়া জেলা সদর মালতিয়ানগর নাটাইপাড়া এলাকার একটি বাসা থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়। বাকি দুই আসামি হলেন, বাবুলের মা সামর্থ ভানু ও তার স্ত্রী হাসনা বিবি। বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার অভি। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।
র্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার অভি জানান, ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা ৪নং ওয়ার্ডে আলোচিত মোঃ সিরাজ হত্যা মামলার প্রধান আসামি বাবুল, তার মা সামর্থ ভানু ও স্ত্রী হাসনা বিবিকে র্যাব-৮ ও র্যাব-১২ যৌথ অভিযান পরিচালনা করে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বগুড়া জেলা সদর মালতিয়ানগর নাটাইপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতকৃত তিন আসামিকে দুলারহাট থানায় সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চরযমুনা গ্রামের ৪নং ওয়ার্ডে জমিজমাকে কেন্দ্র মোঃ সিরাজকে (৫৫) কুপিয়ে জখম করে বাবুলসহ ও তার পরিবারের লোকজন। পরে স্বজনরা সিরাজকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরদিন ৫ সেপ্টেম্বর নিহত সিরাজের ছেলে হাছনাইন বাদী হয়ে মোঃ বাবুল, বারেক, সামর্থ ভানু, হাসনা বিবি, মাওলানা ফজুলল হক ও বিলকিস বেগমসহ মোট ছয় জনকে আসামি করে দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন দুলারহাট থানা পুলিশ মামলার দ্বিতীয় আসামি বাবুলের বাবা বারেককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। আদালত তাকে কারাগারে পাঠান।