শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কুয়াকাটায় গ্রামীণ নারী দিবস উদযাপন-উন্নয়নের অগ্রযাত্রায় গ্রামীণ নারীই শক্তি

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উপকূলীয় শহর কুয়াকাটাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫।

এ বছরের প্রতিপাদ্য— “গ্রামীণ নারী: সহনশীলতা, উদ্ভাবন ও খাদ্য নিরাপত্তার চালিকা শক্তি।”

দিবসটি উপলক্ষে বেসরকারি নারী উন্নয়ন সংস্থা ‘সিঁড়ি’ এর উদ্যোগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি কুয়াকাটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল প্রিন্স চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে একই হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন সিঁড়ি’র নির্বাহী পরিচালক চান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা সিকোডা’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, এবং রিও’র নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাইদ।

এছাড়া স্থানীয় এলাকার অর্ধ শতাধিক গ্রামীণ নারী উদ্যোক্তা, স্বনির্ভর নারী সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন অনুষ্ঠানে।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও পারিবারিক জীবনে গ্রামীণ নারীরা এখন একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছেন। তাদের শ্রম, মেধা ও ত্যাগের ফলে আজ গ্রামের অর্থনীতি গতিশীল হচ্ছে।

তবে এখনও তারা সামাজিক স্বীকৃতি, ন্যায্য মজুরি ও অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসার, প্রযুক্তি ব্যবহারের সুযোগ বৃদ্ধি, প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে এই সক্ষমতাকে আরও বেগবান করা সম্ভব।

অনুষ্ঠানে গ্রামীণ নারীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রমে অংশগ্রহণ এবং উৎপাদনমুখী কর্মসংস্থানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে গ্রামীণ নারীই প্রকৃত চালিকা শক্তি — তাদের স্বীকৃতি ও সহায়তা না দিলে উন্নয়নের অগ্রযাত্রা থমকে যাবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *