এম.জামাল,বোরহানউদ্দিন প্রতিনিধি:
এমন জীবন তুমি করিবে গঠন, বিদায়ে হাসিবে তুমি কাঁদিবে ভূবন এমন দৃষ্টান্ত যেন ভোলার বোরহানউদ্দিনে। বদলিজনিত কারণে বোরহানউদ্দিন থেকে বরিশাল গৌরনদী উপজেলায় বদলী হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান । সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল স্তরে চলছে তার অবদানের প্রশংসা। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সততা, দক্ষতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদায়ী সংবর্ধনায় বোরহানউদ্দিন বাসি অশ্রুসিক্ত। তার বিদায় বোরহানউদ্দিন উপজেলা ও পৌরবাসীর জন্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।
দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে গেছেন, যা তাকে করে তুলেছে একজন প্রকৃত জনবান্ধব কর্মকর্তা। তার আন্তরিক সেবা ও জনমুখী কার্যক্রমের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
উপজেলাবাসি বলেন , এই বিদায় আমাদের সবার জন্য কষ্টদায়ক হলেও, এটি চাকরিজীবনের একটি স্বাভাবিক নিয়ম।
বোরহানউদ্দিনবাসী তাদের প্রিয় কর্মকর্তাকে সারাজীবন মনে রাখবে। তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তার নতুন কর্মস্থল যেন আরও সাফল্যমণ্ডিত হয়, সেই কামনা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।