বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়

জাহাঙ্গীর আলম ঝালকাঠি প্রতিনিধি।।

শনিবার (১৮অক্টোবর) সকালে শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে সবাই মিলে মা ইলিশ রক্ষা করতে হবে, এটাই হবে আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। তিনি আরও বলেন, একটি মা ইলিশ থেকে লাখো পোনা জন্ম নেয়, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, সদর ইউএনও ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান
এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় স্থানীয় শতাধিক মৎস্যজীবী অংশ নেন। মতবিনিময় সভা

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে সবাই মিলে মা ইলিশ রক্ষা করতে হবে, এটাই হবে আমাদের ভবিষ্যতের বিনিয়োগ। তিনি আরও বলেন, একটি মা ইলিশ থেকে লাখো পোনা জন্ম নেয়, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, সদর ইউএনও ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান
এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার। সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় স্থানীয় শতাধিক মৎস্যজীবী অংশ নেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *