শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাউফলে বাসভর্তি সাড়ে ১২ মণ শাপলা পাতা মাছ জব্দ

মোঃ আল-আমিন, বাউফল
পটুয়াখালীর বাউফলে ঢাকা–বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মোট পাঁচটি মাছের ওজন ছিল ৪৯৮ কেজি।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন–২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে চোরাচালানের মাধ্যমে মাছগুলো ঢাকা থেকে বাউফলে আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন সংবাদে তথ্য পৌঁছায়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো জব্দ করি।”
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শিকার ও পরিবহন রোধে প্রশাসনের এ অভিযান এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *