জেলা প্রতিনিধি ভোলা।।
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দারসুল কোরআন ও কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখা।
ভোলা শহরের প্রানকেন্দ্রে খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদে দারসুল কোরআন ও সদর রোডে কোরআন বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি হাসনাইন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি ও ভোলার যৌক্তিক দাবি আদায়ের অন্যতম প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “যারা কোরআনের প্রোগ্রাম বন্ধ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড দেখিয়ে বিলীন করে দেবে। যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের উচিত এসে দেখা—জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহিদি জনগণ এখন অনেক সচেতন। কোরআনপ্রেমী তাওহিদি জনতা কোরআন ও সুন্নাহ ছাড়া কিছুই বোঝে না।”
প্রধান বক্তা হিসেবে দারসুল কোরআন পেশ করেন সাবেক শহর সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন শহর অর্থ সম্পাদক মাওলানা আল আমিন সাদ, প্রকাশনা সম্পাদক সোহাগ ওসমানসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় মুসল্লিগণ।
পরিশেষে দুই শতাধিক কোরআন বিতরণের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।