বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল — “হাত ধোয়ার নায়ক হোন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আবিদ ওসমান।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
হাত ধোয়া প্রদর্শনীতে শতাধিক কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখে। আয়োজকেরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা বৃদ্ধি এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।