বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের গোড়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়াখাল এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক মিটারের সার্ভিস লাইনের তার রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার রাসেলের শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *