শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আগৈলঝাড়ায় কোটি টাকার ব্রীজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় কোটি টাকা ব্রীজের নির্মাণ কাজ দুই বছরেও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ওই ব্রীজের সংযোগ সড়ক নির্মাণ না করায় বর্তমানে ওই ব্রীজ স্থানীয়দের কোন কাজেই আসছে না। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে তারা স্থানীয় প্রভাবশালী ঠিকাদারের ভয়ে কিছুই বলতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোলাদধোয়া খালের উপর লোকজনের পারাপারের সুবিধার জন্য ২০২৩ সালের ১২ এপ্রিল ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে খালের উপর ব্রীজ নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়। টেন্ডারে মুলাদী উপজেলার বান্দ রোডের মেসার্স পাপ্পু এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পেয়ে ২০২৩ সালের ৬ আগষ্ট কাজ শুরু করেন।

ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজের ঢালাই’র কাজ শেষ করলেও দুই পাশের সংযোগ সড়কের কাজ না করায় বর্তমানে কোটি টাকার ব্রীজ কোন কাজেই আসছে না। সাতমাস পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান ব্রীজটি ঢালাইর কাজ শেষ করলেও সংযোগ সড়ক নির্মাণ ছাড়াই ব্রীজটি ফেলে রাখে। যার কারনে ওই কোটি টাকার ব্রীজ দিয়ে কোন লোকজন চলাচল করতে পারছে না।

স্থানীয় একাধিক লোকজন জানান, ওই ব্রীজ নির্মাণ কাজ শেষের পরে যে সময় ছিল তাতে সংযোগ সড়ক নির্মাণ করা যেত। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছা করেই নির্মাণ করেননি। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, ওই ব্রীজের টেন্ডারটি হয়েছিল ২০২৩ সালে। আমি যোগদান করেছি ২০২৫ সালের মাঝামাঝি সময়। তবে আমি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ওই কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. বাদল হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের নামে কাজ হলেও আমি কাজ করতে পারিনি। আমার কাছ থেকে জোর করে আওয়ামীলীগের সময় স্থানীয় আওয়ামীলীগের লোকজন কাজটি নিয়েছিল। পরে তারাও কাজ করতে পারেনি। এখন স্থানীয় ঠিকাদাররা কাজটি করছে। তাদের সাথে যোগাযোগ করে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করবো।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *