বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
default

কালিগঙ্গা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকেটি গ্রামের কালিগঙ্গা নদীতে এক যুগ পর অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বাইচ শুরুর আগেই শিশুসহ নানা বয়সীর মানুষের ভিড়ে নদীর দুই পাড় লোকারণ্য হয়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর এই আয়োজন দেখতে জেলার বাইরে থেকেও হাজারো মানুষ এসে ভিড় জমায়।

হিন্দু ধর্মালম্বীদের উৎসব কালী পূজার পরের দিন দশহরাকে কেন্দ্র করে বুধবার (২২ অক্টোবর) বিকেলে আয়োজন করা হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা।

বর্ষা মৌসুমের অন্যতম উৎসব নৌকা বাইচ কালের বিবর্তনে খাল, বিল, নদী শুকিয়ে যাওয়ায় ধীরে ধীরে প্রায় বিলুপ্তির পথে। এক সময় এই নদীতে নিয়মিত নৌকা বাইচ হলেও এখন তা বিরল। বই পত্রিকা থেকে এই বাংলার ঐতিহ্যের কথা জানলেও সরাসরি দেখার সুযোগ পাইনি বর্তমান প্রজন্ম।

নৌকা বাইচে চারটি নৌকা অংশগ্রহণ করে। এসময় নাজিরপু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *