বাবুগঞ্জ প্রতিনিধি ঃ ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশালের বাবুগঞ্জে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার বিকেল ৫টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই নেতাকর্মীর উপস্থিতিতে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে থেকে বিজয় র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্টীল ব্রীজ এলাকায় এসে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুর ইসলাম বাদশা,মোস্তাফিজুর রহমান ফারুক,অহিদুল ইসলাম খান,বরিশাল মহিলা দলের সভাপতি রেশমা রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদ বিশ্বাস,উপজেলা বিএনপির সদস্য রাজন সিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক শিকদার, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন,কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন হাওলাদার, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল,বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল হকসহ যুবদল,ছাত্রদল, স্বেচ্চাসেকদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলাদলসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অনেক বিএনপির নেতা-কর্মীরাও শহীদ হয়েছেন। সুতরাং এ অর্জন আমাদের সকলেরই। এই অর্জনকে ধরে রাখতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে একযোগে কাজ করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।