শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কাঠালিয়ায় ভেলা বাইচ প্রতিযোগিতা

আঃ রহিম কাঠালিয়া।।

মারো ঠেলা হেঁইয়ো, শাবাশ জোয়ান হেঁইয়ো, আরও জোরে হেঁইয়ো”— এমন উৎসাহভরা স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের ডাইনের নদী। সেখানে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ভেলা বাইচ প্রতিযোগিতা।

বুধবার (২২অক্টোবর) সকাল ১১টায় আওরাবুনিয়া সার্বজনীন কালী মন্দিরের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ভেলা বাইচে অংশগ্রহণকারীরা কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে বাইচে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে চৌধুরিহিস্যা দলের ভেলা প্রথম স্থান অধিকার করে। সুবোত হাওলাদারের দল দ্বিতীয় এবং শুশিল ঘরামীর দল তৃতীয় স্থান অর্জন করে।

ব্যতিক্রমী এই ভেলা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ও সেতুর ওপর ভিড় জমে হাজারো দর্শকের। নারী, পুরুষ ও শিশু—সব বয়সের মানুষ উৎসবের আমেজে উপভোগ করেন আনন্দঘন এই প্রতিযোগিতা।

আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, প্রতিবছর কালীপূজা উপলক্ষে এলাকাবাসীর বিনোদনের জন্য তারা কলাগাছের তৈরি এই ভেলা বাইচের আয়োজন করে আসছেন। এতে অংশ নেয় আশপাশের গ্রামের প্রতিযোগীরা, যা স্থানীয় সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *