ভোলা প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকা সুত্রে প্রচার হয় জাতীয় পার্টি ভোলা সদর কালিবাড়ী রোড সভা করবে। আওয়ামী দোসর জাতীয় পার্টি কে ভোলাতে কোন প্রোগ্রাম করতে দেওয়া হবে না মর্মে এনসিপি ভোলা জেলা উক্ত এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
আজ বৃহস্পতিবার কালিবাড়িতে এই কর্মসূচি ঘোষণা দেয় উভয় রাজনৈতিক দল। এর আগে রাতে জাতীয় পার্টি ভোলার কালিবাড়ি রোডে সমাবেশের ঘোষণা পরপরই পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষণার পর আজ সকালে কালিবাড়ি রোড ৩নং ওয়ার্ডে এনসিপির নেতাকর্মীরা সহ সাধারন মানুষ অবস্থান নেন এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্র এলাকায় ও ভোলা শহরে পুলিশ,নৌবাহিনী, কোস্টগাড, ডিবি টহল জোরদার করেন। যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
বিকেল অবধি কোথাও জাপার প্রোগ্রাম দেখা যায় নি। এনসিপি জেলা যুগ্ম সমন্বয়কারী মুঃ মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন, ভোলা প্রশাসন যথেষ্ট তৎপর থাকার কারণে, আওয়ামী দোসর জাপার কোন প্রোগ্রাম করতে পারেনি। পরিশেষে গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।