বানারীপাড়া প্রতিনিধি।।
নদীর এপার কয় ছাড়িয়া নিশ্বাস, ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস। ” কথাটি অনেকের জীবনের সাথে মিল থাকলেও আবার কিছু কিছু মানুষের সর্বনাশ ডেকে আনে। নদীর একপাড় ভাঙ্গে আর অন্য পাড় গড়ে এটাই সৃষ্টিকর্তা নিয়ম করে দিয়েছেন।কিন্তু এমন নদী ভাঙ্গন সকল মানুষের জন্যই কষ্টের ও বেদনাদায়ক। ঘরবাড়ি হারানোর বেদনা যারা হারিয়েছে শুধু তারাই বোঝে।
বলছি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর কথা। বানারীপাড়া উপজেলার বুক চিরে বয়ে গেছে অপরূপা সন্ধ্যা নদী।সন্ধ্যা নদীর ভাঙ্গন এখন তীব্রতর আকার ধারন করছে। প্রতিদিন কাঠায় কাঠায় জমি ও বসতবাড়ি নদীতে ভেঙে যাচ্ছে আর অসংখ্য মানুষ হচ্ছে গৃহহীন।
নদীটির পূর্ব পাড়ে রয়েছে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন এবং পশ্চিম পাড়ে রয়েছে ৫টি ইউনিয়ন।নদী ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার চাখার ইউনিয়নের মীরেরহাট জাঙ্গালিয়া,চাউলাকাঠি ও কালিবাজার গ্রাম,সলিয়াবাকপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি, খোদাবাখসা,খেজুরবাড়ি ও বাশার গ্রাম, সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি, নলশ্রী, তালাপ্রসাদ গ্রাম,বাইশারী ইউনিয়নের নাটুয়ারপাড়,শিয়ালকাঠি, দান্ডয়াট,বাইশারী গ্রামের আংশিক,সদর ইউনিয়নের জম্বুদ্বীপ, ব্রাহ্মনকাঠি ও কাজলাহার গ্রামের আংশিক।
এসব গ্রামের মধ্যে যুগের পর যুগ নদী ভাঙনে কয়েকটি গ্রাম একেবারেই বিলীন হয়ে গেছে। নদীর পশ্চিম তীরে যাওয়ার জন্য একমাত্র ব্যবহৃত পথ শিয়ালকাঠি ফেরিঘাটটি ভাঙ্গনের কারনে বারবার সরাতে হয়েছে। নদী ভাঙ্গনের কারনে গ্রামগুলো থেকে বেশ কিছু মসজিদ কয়েক বার সরাতে হয়েছে। গৃহহীন হয়েছে হাজারো পরিবার।
ভূমিহীন জীবনযাপন করছে শত শত মানুষ। অনেকে আবার শহরমুখী হয়ে মানবেতর জীবনযাপন করছেন।বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে দান্ডয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাটুয়ারপাড় দাখিল মাদ্রাসা ও গোয়াইলবাড়ি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। কালিবাজার, শিয়ালকাঠি ও জাঙ্গালিয়া গ্রাম তিনটি এখন বিলুপ্ত প্রায় গ্রাম।এসব ভাঙ্গন এলাকার মানুষজন দাবি জানিয়ে বলেন যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাংলাদেশ সরকার ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ তৈরি করে তাহলে নদী ভাঙ্গন নামক দূর্যোগ থেকে তারা রেহাই পাবে।তাদের ঘরবাড়ি যাতে আর নদী ভাঙ্গনে বিলীন না হয় সে ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।