কাজল দে হিজলা প্রতিনিধি।।
দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষার গতকাল সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাৎক্ষনিক বরিশাল শেরেবাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮বছর।
আরিফিন তুষার দীর্ঘদিন সাংবাদিক পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে বরিশাল প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক। তার মৃত্যুতে সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে সাংবাদিক আরিফিন তুষার, স্ত্রী ও এক সন্তান রেখে যান।
মঙ্গলবার, সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধার মানিক ইউনিয়নে নিজ বাড়িতে দুপুর ৩টার সময় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু , বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খুশরু সাধারণ সম্পাদক জাকির তালুকদার, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন ,আন্ধার মানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমান সহ অনেকে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।