মো. মাকছুদুর রহমান পাটোয়ারি, দৌলতখান : ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শাহিন নামের এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সুবেদার মোড় এলাকার ডগের খালের চরে তার মৃতদেহটি পাওয়া যায়।
নিহত শাহিন (১০) দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের পাতার খাল মাছঘাট এলাকার বাসিন্দা। তার বাবা মৃত নয়ন ও মা বিবি কুলসুম ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। শাহিন নানীর বাড়িতে থাকতেন।
শাহিনের নানি রেনু বেগম জানান, বুধবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহিন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। তবে পরদিন দুপুরে মেঘনা নদীর তীর সংলগ্ন ডগের খালের চরে তার মৃতদেহ ভেসে ওঠে। বিকেলে তাকে দাফন করা হয়।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।
মো, মাকছুদুর রহমান পাটোয়ারি
দৌলতখান ভোলা প্রতিনিধি
০১৬১৬৬৬৭৪৯৬
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।