শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

নোয়াখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারসুল কুরআন প্রোগ্রামে হামলা এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্রেক্ষিতে সংগঠনটি সারা দেশে সপ্তাহব্যাপী “কুরআন প্রশিক্ষণ কর্মসূচি” ঘোষণা করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩অক্টোবর) সকাল সাড়ে নয়টায় ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখার উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অনুবাদসহ পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গ্রন্থাগার বিষয়ক সম্পাদক, সাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মো. সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন, ভোলা জেলা ছাত্রশিবির সভাপতি মো. জসীম উদ্দিন এবং উপজেলা সভাপতি মইন বিন সাইফুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আব্দুল জব্বার কলেজ শাখা সভাপতি শামীম শরীফ।

বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবতার মুক্তির দিকনির্দেশনা প্রদান করে। শিক্ষার্থীদের জীবনে আদর্শ, নৈতিকতা ও সত্যের পথে চলার অনুপ্রেরণা জোগায় কুরআনের শিক্ষা। তারা আরও বলেন, অনুবাদসহ কুরআন পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা আল্লাহর বাণী সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, যা তাদের জীবনে সৎপথের দিশা দেখাবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে অনুবাদসহ পবিত্র কুরআন তুলে দেন এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *