বিশেষ প্রতিবেদক।।
বরিশাল কেন্দ্রীয় কারাগারে গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে এক প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার (২৩আগষ্ট) সকালে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়। আটককৃত মেহেদি হাসান শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুহানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরদিন সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের প্রতারণা স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। চাকরি দেয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসব অপকর্মে তার অন্যতম সহযোগি ছিল বরিশাল সাহেবেরহাটের একজন কথিত সাংবাদিক। মোটরসাইকেলে এই দুজনকে প্রায়ই পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে হয়রানী করতে দেখা যেত।
জেলসুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন এর আগে ২০২৪ সালে এক প্রতারণা মামলায় কারাগারে ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।