বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

গৌরনদীতে হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

‎সোলায়মান তুহিন, গৌরনদী //
‎বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হোমিওপ্যাথিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন পরীক্ষা ভিজিলেন্স টিমের সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
‎সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় তিনি গৌরনদী উপজেলার নির্ধারিত হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য পরিবেশ অনুকূল কিনা তা খতিয়ে দেখেন।
‎পরিদর্শনকালে জহুরুল ইসলাম জহির কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। তিনি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেন।
‎এ সময় তিনি বলেন, “স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পরীক্ষা কার্যক্রম যেন একইভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
‎পরিদর্শন শেষে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *