সোলায়মান তুহিন, গৌরনদী //
বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হোমিওপ্যাথিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন পরীক্ষা ভিজিলেন্স টিমের সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় তিনি গৌরনদী উপজেলার নির্ধারিত হোমিওপ্যাথিক পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা ব্যবস্থাপনা, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য পরিবেশ অনুকূল কিনা তা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে জহুরুল ইসলাম জহির কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। তিনি পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, “স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন শিক্ষার মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের পরীক্ষা কার্যক্রম যেন একইভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
পরিদর্শন শেষে তিনি সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।