পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী হৃদয় নামে এক কিশোর অটোচালকের লাশ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা খাল থেকে হৃদয়ের বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
নিহত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হৃদয় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়।
রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেওয়া হয়, যেখানে অপর প্রান্ত থেকে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন রিসিভ করে হৃদয়কে অপহরণ করা হয়েছে বলে জানায় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এরপর পরিবারের সদস্যরা মঠবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
পুলিশ দুই দিন ধরে হৃদয়কে উদ্ধার করতে না পারলেও, স্থানীয়রা শহরের বহেরাতলা খালে বস্তাবন্দি লাশ ভাসতে দেখলে পুলিশকে খবর দেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, দুই দিন আগে নিখোঁজ হওয়া হৃদয়ের লাশ খালে পাওয়া যায় এবং পরিবারের পক্ষ থেকে নিহতের লাশ শনাক্ত নিশ্চিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।