বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালীতে বরফ কলের গ্যাস পাইপ লিকেজ হয়ে ২০ আহত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ভেতর গুরুতর আহত পাঁচজন শ্বাসকষ্টজনিত সমস্যায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তিকৃতরা হলেন— সুজাউদ্দিন (৫০), মো. ফিরোজ (৪০), দুলাল (৩০), ইসমাইল (৫০) ও আপন (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিকেজ হয়ে গেলে মুহূর্তেই চারপাশে তীব্র দুর্গন্ধ ও গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বরফ কলের আশপাশে থাকা শ্রমিক ও এলাকাবাসীর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বরফ কলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। এতে ২০ জন আহত হন। এর ভেতর গুরুতর আহত পাঁচ জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্যাস ছড়িয়ে পড়ার পরপরই আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও এলাকায় আরও কয়েকটি বরফ কলে এমন দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, পুরনো ও অনিরাপদ যন্ত্রপাতি ব্যবহারের কারণে প্রায়ই এমন গ্যাস লিকেজের ঘটনা ঘটছে, যা শ্রমিক ও আশপাশের মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

 

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *