পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ভেতর গুরুতর আহত পাঁচজন শ্বাসকষ্টজনিত সমস্যায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তিকৃতরা হলেন— সুজাউদ্দিন (৫০), মো. ফিরোজ (৪০), দুলাল (৩০), ইসমাইল (৫০) ও আপন (২৫)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাতে বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিকেজ হয়ে গেলে মুহূর্তেই চারপাশে তীব্র দুর্গন্ধ ও গ্যাস ছড়িয়ে পড়ে। এতে বরফ কলের আশপাশে থাকা শ্রমিক ও এলাকাবাসীর শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে বরফ কলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করে। এতে ২০ জন আহত হন। এর ভেতর গুরুতর আহত পাঁচ জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্যাস ছড়িয়ে পড়ার পরপরই আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও এলাকায় আরও কয়েকটি বরফ কলে এমন দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পুরনো ও অনিরাপদ যন্ত্রপাতি ব্যবহারের কারণে প্রায়ই এমন গ্যাস লিকেজের ঘটনা ঘটছে, যা শ্রমিক ও আশপাশের মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।