ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় খুলনা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহি মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা হয়।
স্থানীয়রা জানায়, মহাসড়কের মধ্যে নির্মাণকাজের পাথর ফেলে রাখা ছিল। ওই সময় একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাহিন্দ্রাটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।’
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।