শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে ইউনূস সরকারকে ক্ষমা করবে না জনগণ : ফয়জুল করীম

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, দুর্বল প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে ব্যর্থ হলে জনগণ ইউনূস সরকারকে ক্ষমা করবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লাকসামে জাতীয় ওলামা সম্মেলন ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওইদিন বিকেল ৩টায় লাকসাম পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লাকসাম উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ও ইসলামী চিন্তাবিদরা অংশ নেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, দুর্নীতি ও অন্যায় রোধে ইসলামী আদর্শই একমাত্র পথ। সমাজে ন্যায়ের আলো ছড়াতে হলে আমাদের কোরআন-সুন্নাহর পথে চলতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে আলেম-ওলামারা চলমান দায়িত্ব পালন করতে হবে। আমাদের মহানবী হযরত মুহাম্মদও (সা.) রাষ্ট্র ক্ষমতায় ছিলেন।

তাহলে আলেম-ওলমারা কেন নেই? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এবার একটা সুযোগ এসেছে। সবাই মিলে একটা ধাক্কা দিলে ইসলামি শক্তি ক্ষমতায় যাওয়া সম্ভব। সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিলো ‘ইসলামি চিন্তা, আদর্শ ও নৈতিকতার আলোকে সমাজ গঠন’।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রিয়াজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হকের সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মারকাযুল ফিকরি ওয়াল ইফতা ঢাকার পরিচালক মুফতি ওমর ফারুক ইবরাহিমী, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হান্নান, লাকসাম মদিনাতুল ইসলামিয়া কওমি মাদরাসার মোহতামিম মাওলানা আবুল খায়ের, ইত্তেহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ লাকসাম উপজেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

সম্মেলনে বক্তারা ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার আহ্বান জানান।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *