শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আল-আমিন, বাউফল : পটুয়াখালীর বাউফল পৌর শহরের একমাত্র খোলা স্থান ও প্রাণকেন্দ্র বাউফল পাবলিক মাঠে অবৈধভাবে মেলা আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার বিভিন্ন জামে মসজিদের হাজারো মুসল্লি ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন।

বাউফল পাবলিক মাঠের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, “এই মাঠ শুধু বিনোদনের স্থান নয়, এটি বাউফলের হৃদয়ভূমি।” এর পাশে রয়েছে হেফজখানা, মসজিদ, মাদরাসা, হাসপাতাল ও শিশু বিদ্যালয়— এমন সংবেদনশীল স্থানে মেলা আয়োজন সামাজিক ও ধর্মীয়ভাবে অনুচিত।

ইমাম মাওলানা নজরুল ইসলাম বলেন, “বর্তমানে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও দাখিল পর্যায়ের বার্ষিক পরীক্ষা চলছে। মেলার উচ্চ শব্দ ও বিশৃঙ্খলায় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাছাড়া, এখানে জানাজা ও ধর্মীয় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এমন স্থানে অবৈধভাবে মেলা আয়োজন মেনে নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “জেলা প্রশাসক (ডিসি) মহোদয় এই মেলার অনুমতি দেননি।

এরপরও একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মেলা চালু করেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।” কর্মসূচিতে পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *