শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিপ্লবী সরকার যদি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে, তা হবে বিপ্লবের সঙ্গে গাদ্দারী: অধ্যক্ষ বাবর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেছেন, “বিপ্লবী সরকার যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে সেটা হবে বিপ্লবের সঙ্গে গাদ্দারী।”

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর টাউন হল চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদ এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই কর্মসূচি ছিল কেন্দ্রীয় নির্দেশনার অংশ।

অধ্যক্ষ বাবর বলেন, “বিপ্লব-পরবর্তী প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা প্রতিবাদ করলে আমাদের ওপর নানা অভিযোগ চাপানো হচ্ছে। এই দলীয়করণের বিরুদ্ধে দেশের হাজারো ছাত্র-জনতা জীবন দিয়েছে। যদি এখনই দলবাজ প্রশাসনকে রুখে দেওয়া না যায়, তাহলে বিপ্লব তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবে না।”

তিনি আরও বলেন, “জনদাবির ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশে আবার স্বৈরাচার ফিরে আসবে। বাংলাদেশ আর কোনো ফ্যাসিস্ট শাসনের পুনরাবৃত্তি চায় না। এজন্য প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ হতে হবে। উপদেষ্টারা নিরপেক্ষ হলে প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে।”

সমাবেশে মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মোহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, আব্দুস সত্তার, মুহাম্মাদ জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, উলামা বিভাগের সভাপতি মাওলানা সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল বের করা হয়, যা নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও কাটপট্টি রোড প্রদক্ষিণ করে শেষ হয়।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *