শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে গৃহবধূকে গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক

বরিশালে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত আসামি মো. রাসেল গাজী, মো. রোকন খান, মো. রাজিব জমাদ্দার ও মো. জাহিদ হাওলাদারকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেল ৪টার দিকে আসামি মো. রাসেল গাজী ভিকটিম গৃহবধূর প্রতিবেশী হওয়ার সুবাদে তার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রাসেল।

এর পরদিন ১০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ তার মায়ের বাসা থেকে স্বামীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে এক লাখ টাকা নিয়ে বের হন। পথে আসামি রাসেল গাজী, রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদার পরিকল্পিতভাবে অটোরিকশাযোগে তাকে অপহরণ করে নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তারা গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে এবং সারা রাত নির্যাতনের পর উলঙ্গ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন সকালে স্থানীয়রা ওই নারীকে উলঙ্গ অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলে তিনি ঘটনার বিবরণ দেন। কিন্তু দুঃখজনকভাবে এলাকার কিছু লোকজন উল্টো তাকে মারধর করে অপমানিত করে। পরে আহত অবস্থায় গৃহবধূ বাড়ি ফিরে এসে মামলা দায়ের করেন।

ঘটনার পর বরিশাল কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ২০১৭ সালের ২৩ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রোববার (২৬ অক্টোবর) ১১ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনায় আদালত চার আসামির দোষ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ের সময় আসামী রোকন খান ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালতের বাইরে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং ন্যায়বিচারের জন্য বিচারককে ধন্যবাদ জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *