শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মেহেন্দিগঞ্জে জামায়াত নেতার মায়ের দাফন সম্পন্ন

মোহাম্মদ ইউসুফ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও মাদারতলী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিনের ‘মা’ শনিবার (২৫অক্টোবর) ভোরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন‌।

শনিবার বাদ আছর মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় ইমামতি করেন মরহুমার ছোট ছেলে মাওলানা জিয়া উদ্দিন।

জানাযা নামাজে অংশগ্রহন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম সাইফুর রহমান ও এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ শফিকুল ইসলাম, মাওলানা মনিরুজ্জামান আবদুল্লাহ, মাওলানা আক্তার হোসেন, উত্তর উলানিয়া ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম ও চাঁনপুর ইউনিয়ন আমীর মাওলানা রিয়াজ উদ্দিন প্রমুখ।

এছাড়াও জামায়াতের জেলা-উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *