আগৈলঝাড়া প্রতিনিধি ॥
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগৈলঝাড়ায় সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে (আগৈলঝাড়া সরকারি কলেজ) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের আয়োজনে গতকাল সকাল ১০টায় কলেজের হলরুমে শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ আগৈলঝাড়া, বাগধা গ্রামের সাগর হাওলাদারের পিতা নুরুল হক হাওলাদার।
প্রভাষক মুহা. গোলাম মোস্তফার (পথিক মোস্তফা) সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নাজমুন নাহার বশিরা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত আবুল মোল্লা, মেহেদী হাসান মীর, মো. শাকিল ফকির, মো. হাসান সরদার, মো. সাইফুল ইসলাম ও মো. ইয়াসিন প্রমুখ। স্মরণসভায় উপস্থিত ছিলেন, সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষার্থী ও জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে আহত ১৯জন ও শহিদ সাগর হাওলাদারের পরিবারের লোকজন।
স্মরণসভা শেষে জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া-মিলাদ পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মোহাম্মদ রুহুল আমীন।