শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

জমজম নার্সিং কলেজ বরিশাল এর নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।। 

নগরীর প্রথম বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান ‘জমজম নার্সিং কলেজ’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিগত সেশনের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়েছে। ২৬অক্টোবর (রবিবার) বরিশাল নগরীর প্যাভিলিয়ন কনভেনশন হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজটির প্রবীণ শিক্ষার্থীরাই এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল, আলোচনা সভা, কেক কেটে চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনদের বরণ ও শপথ অনুষ্ঠান, ‘নার্সিং ক্যাপ’ পরিধান পর্ব, বিদায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গ্রাজুয়েট সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।

নান্দনিক এ অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি এসএম সাজ্জাদুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের নার্সেস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি ড. আলি আসগর, বরিশাল নার্সিং কলেজের শিক্ষক মোঃ ছগীর হোসেন, বিসিসি ৩০নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নিজাম মাহমুদ বেগ, জেলা পাবলিক হেলথ নার্স মোঃ কামরুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম এবং জমজম নার্সিং কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের সভাপতি এসএম সাজ্জাদুর হক বলেন, “নৈতিকতা ও দক্ষতার সম্মিলন ঘটিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জমজম নার্সিং কলেজ।” এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, কর্মজীবনে শিক্ষার্থীরা যেন রোগীদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশের মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জমজম নার্সিং কলেজটি ২০১২সালে বরিশাল নগরীতে প্রতিষ্ঠিত হয় এবং এক যুগেরও বেশি সময় ধরে এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এবারের নবীন বরণ অনুষ্ঠানে প্রায় ১০০জন নতুন শিক্ষার্থীকে বরণ করা হয়। পাশাপাশি গত সেশনের প্রায় ১০০জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয়। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *