নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা জনগণের মাঝে তুলে ধরতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬অক্টোবর) বিকেলে কেদারপুর স্টিমার ঘাট বাজারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান। কর্মশালায় অফিস বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল করিম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাদশা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু ব্যাপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম সিজন সিকদার, হাসানুজ্জামান আর্মি খোকন, কেদারপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুছা আলী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন শামীম, কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব কাওসার হোসেন, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, মহিলা দলের নেত্রী পরশিয়া জাহান তানিয়া প্রমুখ।
বক্তারা বলেন, “রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রোডম্যাপ”। তারা এ কর্মসূচি ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বিস্তারের আহ্বান জানান।
কর্মসূচি শেষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।