শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

আসন্ন নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের হাতে, সরকার তাদের সহযোগিতা করবে- নৌপরিবহন উপদেষ্টা

চরফ্যাশন প্রতিনিধি।।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। প্রস্তুতি তার, সরকার কমিশনকে সহযোগিতা করবে।

সোমবার (২৭অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি এ প্রসঙ্গে আরো বলেন, “ইলেকশন কমিশনার যখন সময় নির্ধারণ করবেন, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।”
তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করা, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত।

এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

নৌপরিবহন উপদেষ্টা চরফ্যাশনের নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং যাত্রীসেবা আরও আধুনিক ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।

পরে বিকালে উপদেষ্টা উপজেলার গাছিরখাল এলকায় নব নির্মিত পন্টুনও উদ্বোধন করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *