বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বাউফলে কবরস্থান নির্মাণকাজে বাধা, সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামের শান্তির ঠিকানা গণকবরের নির্মাণকাজে বাধা, মালামাল লুটপাট, ভাঙচুর এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে বরিশালের ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী নাহিদ ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এছাড়া স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবুজও দলবল নিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শনিবার (৩০আগস্ট) দুপুরে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শান্তির ঠিকানা গণ কবরস্থানের আম মোক্তার মুশফিকুর রহমান।

তিনি অভিযোগ করে বলেন, প্রায় ১২বছর আগে ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম আকাশ কবরস্থানের জন্য জমিটি ক্রয় করেন এবং পরবর্তীতে স্থানীয়দের চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু মাদরাসা নির্মাণের পাশাপাশি আদালতের মাধ্যমে জমিটি ওয়াকফ করে দেন। প্রথম দফায় নির্মাণকাজ চললেও দ্বিতীয় দফায় কাজ শুরু হলে নাহিদ ও তার সহযোগীরা বাধা দেয়।

এসময় তারা হামলা চালিয়ে ৮০ব্যাগ সিমেন্ট, ৮হাজার ইট ও প্রায় ১৮শ কেজি রড লুট করে নিয়ে যায়। এছাড়া নাহিদ নিজেকে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জোনায়েদ সাকির ঘনিষ্ঠ দাবি করে নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন।

মুশফিকুর রহমান আরও জানান, এ ঘটনায় আদালতের নির্দেশে বাউফল থানায় মামলা রুজু হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত নাহিদ ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, আদালতের নির্দেশে মামলা হয়েছে। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে অবশ্যই আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *