বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বই ও বাইসাইকেল বিতরণ উৎসব

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

গ্রামের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাচ্ছে শিক্ষার আলো। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দকাঠীতে অবস্থিত জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে অনুষ্ঠিত হলো বই, বাইসাইকেল ও পোষাক বিতরণ উৎসব।

মঙ্গলবার (২৮অক্টোবর) দুপুর ১১টায় কলেজ চত্বরে জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষের ১৬৪ জন ছাত্র-ছাত্রীর হাতে বিনামূল্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার পথে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতেই দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম পরিচালনা করছে ফাউন্ডেশনটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ও কলেজের গভর্নিং বডির সদস্য জহিরুল ইসলাম মোল্লা। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মোল্লা বলেন, “শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কলেজ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকেই আমরা প্রতিবছর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই, পোষাক ও যাতায়াতের জন্য বাইসাইকেল প্রদান করছি। শিক্ষার ব্যয় সংক্রান্ত সব ধরনের খরচও বহন করে ফাউন্ডেশন।”

তিনি আরও বলেন, “জাহাঙ্গীর হোসেন মোল্লা ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সন্তানদের অধিকার নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।”

শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় ব্যতিক্রমী এই মানবিক আয়োজন। শিক্ষাবঞ্চিত সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি — এমন আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *