আযাদ আলাউদ্দীন ।।
জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ৯দিনব্যাপী বিভাগীয় বইমেলা সমাপ্ত হয়েছে।
০৭ জানুয়ারি বুধবার রাত ৮টায় বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলম, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মোঃ ফরিদ উদ্দিন সরকার।
নগরীর বেলস পার্কে ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এবারের বইমেলায় বিভিন্ন প্রকাশনী ও সংস্থার শতাধিক স্টল স্থান পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানে মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও বিক্রির দিক থেকে সেরা তিনটি স্টলকে ক্রেস্ট প্রদান করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।