সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।
বরিশাল জেলার গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এবং স্থানীয় চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশের একটি দল সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালায়। অভিযান শেষে একাধিক মামলার পলাতক আসামি সৈয়দ মেহেদী সুলভকে সেখান থেকে আটক করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মঙ্গলবার সকালে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সুলভ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি এবং দু’টি চুরি মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এই ইউপি সদস্যের বিরুদ্ধে বেশ কিছু পূর্বের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
গ্রেফতারের পর মঙ্গলবার (২৮অক্টোবর) দুপুরে সৈয়দ মেহেদী সুলভকে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, সম্প্রতি (২৪ অক্টোবর) ‘চোর’ অপবাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গৌরনদীতে সুলভ মেম্বারের নেতৃত্বে বিএনপি কর্মীসহ একটি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলা ও উত্তেজনা চলছিল। এই ঘটনার পর থেকেই সুলভ আত্মগোপনে ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।