শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশনে চলবে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে গত চারদিন থেকে অনশনে বসেছে তিন শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন।

বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনে গত ২৬ অক্টোবর প্রথমে এক শিক্ষার্থী অনশন শুরু করেন। পরবর্তীতে তার সাথে আরো দুই শিক্ষার্থী অনশন শুরু করেন।

অনশনরত শিক্ষার্থীরা হলেন-ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কেএম মাঈনুল।

অপরদিকে বাকসু নির্বাচন ও শিক্ষার্থীদের অনশন নিয়ে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বাকসু নির্বাচনের দাবিতে তারা দীর্ঘ কয়েক মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন।

কলেজ প্রশাসন তাদের সাথে একাধিকবার বৈঠক করলেও কোন সমাধান দিতে পারেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক ভবন শার্টডাউন ঘোষনা করার হুশিয়ারি দিয়েছেন।

বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজে ২২টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছেন। ২০০৩ সালে সর্বশেষ বিএম কলেজের ছাত্রসংসদ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *