নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিসা দূষণ বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি, যার মারাত্মক প্রভাব পড়ছে শিশু ও গর্ভবতী নারীদের ওপর। তারা জানান, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ, যা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, সিসা দূষণ নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য ভোগ্যপণ্যে সিসার মাত্রা নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ জরুরি বলে মত দেন তারা।
মানববন্ধনে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, বিএম কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর শাহ সাজেদা, স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।