শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন কাজী (২২) কে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৯অক্টোবর) বিকেলে উপজেলার বটবালিগা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের নান্না কাজীর ছেলে। মামলার নম্বর-১২/২০২৪।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮আগস্ট বরিশালে বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছিল। ওইদিন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি, গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনের একটি অফিসে সভা করছিলেন। সভা চলাকালীন আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার রড ও চাপাতিসহ অতর্কিত হামলা চালায়।

হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দারসহ ৩০-৩৫ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় সাব্বির দীর্ঘদিন পলাতক ছিল।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান,
বিএনপি নেতাদের উপর হামলার মামলায় এজাহার ভুক্ত পলাতক আসামি সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *