শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পটুয়াখালীতে টিউবওয়েল বসাতে গিয়ে পাওয়া গেছে গ্যাস

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে বের হচ্ছে গ্যাস! গত ছয় মাস ধরে অবিরাম এই গ্যাসের ধারা জ্বলছে আগুনে, আর সেই আগুনেই স্থানীয় এক ইউপি সদস্যের পরিবার রান্নাবান্না করছে।

সরেজমিনে দেখা যায়, ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির পাশে মাটির নিচ থেকে অনবরত উঠছে গ্যাসের বুদবুদ। আশপাশের লোকজন কৌতূহলবশত প্রতিদিনই সেখানে ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য মিজানুর রহমান কয়েক মাস আগে বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় পাইপ বসাতেই মাটির নিচ থেকে গ্যাসের প্রবাহ শুরু হয়। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে দেখা যায়, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা থামছে না। এরপর ওই গ্যাস পাইপলাইনে এনে রান্নায় ব্যবহার শুরু করেন তারা। সরকারিভাবে পরীক্ষা করে দেখা হলে এটি গ্যাসের সম্ভাব্য উৎস হতে পারে। আর এমনটি হলে এটি হতে পারে পটুয়াখালীবাসীর জন্য এক বড় সৌভাগ্যের বিষয়।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, “এখান থেকে মাঝে মাঝে পানি গরম করি, ভাত আর চা রান্না করি। আসলে এটা কীভাবে হচ্ছে, বা এটি সত্যিকারের গ্যাস কিনা আমরা বুঝি না। তবে আমরা একটু ভয়ও পাই, যদি এটা বিপজ্জনক হয়!”

প্রতিবেশী মনির মিয়া বলেন, “আমরা নিজের চোখে আগুন জ্বলতে দেখেছি। ইউপি সদস্য মাঝে মাঝে আগুন ধরিয়ে দেখান। যদি এটা সত্যিই গ্যাসের লাইন হয়, তাহলে বিষয়টি পরীক্ষা করা জরুরি।”

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, “প্রায় ছয় মাস আগে টিউবওয়েল বসানোর সময় পানি উঠেনি, বরং বুদবুদ শব্দ শুনেছিলাম। পরে দেখি গ্যাস বের হচ্ছে। তখন আমি রান্নার জন্য অল্প কিছু কাজে ব্যবহার শুরু করি।”

বড়বিঘাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিঠু মৃর্ধা বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি জানিয়েছি। আসলে এখানে কী পরিমাণ গ্যাস আছে, তা পরীক্ষা করা দরকার।”

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি বলেন, “আমি চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেছি। প্রাথমিকভাবে বিষয়টি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।”

 

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *