শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুক্তির লড়াই কোন আইন বা সংবিধান মেনে হয় না: ব্যারিস্টার ফুয়াদ

ঝালকাঠি প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোন আইন বা সংবিধানের উপর ভিত্তি করে হয়নি। দেশের আপামর জনসাধারণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছে। স্বাধীনতা পরবর্তি দুর্বৃত্তায়নের ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনসাধারণ অংশগ্রহণ করেনি। ২০২৪সালে বৈষম্যবিরোধী আন্দোলনেও কোন আইন বা সংবিধান নিয়ে মানুষ মুক্তি অর্জন করে নাই।

রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুক্তির লড়াইয়ে ছাত্র-জনতার পাশাপাশি জনসাধারণ অংশগ্রহণ করায় ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গণঅভ্যুত্থানে কারো একার ক্রেডিট নাই। রিক্সাচালক, বৃদ্ধ মা, পথচারী, দারোয়ানসহ সবধরনের মানুষেরই অবদান রয়েছে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছেন যার জন্য দেশের প্রাশসনিক ও প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিয়েছে। এদের অপতৎপরতার কারণে দেশ এখন হুমকির মুখে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে গণভোট হওয়া সম্ভব না। উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ ব্যবধান করলে গরুর মতোই এমপিদের দরকষাকষি শুরু হবে। আমরা আগামী সরকারের অংশীদার হবো না, রাজনীতিই করবো। সবাই মিলে কাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন, এবিপার্টির ঝালকাঠি-০২(সদর-নলছিটি) আসনে মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা কমিটির আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ নেতৃবৃন্দ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *