মোঃ বশির উল্লাহ বাসার, বেতাগী প্রতিনিধি ॥
বরগুনার বেতাগীতে বাংলাদেশে তৃণমূল অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু শাসনকে শক্তিশালী করা (এসসিজিজিপি) প্রকল্পের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি এবং বাস্তবায়নের কার্যক্রম সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিধি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় এবং ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মো. আমিনুর রহমান।
ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প অফিসার মো. মহিউদ্দিনের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার সমীর চন্দ্র শীল, সাপ্তাহিক বিষখালী সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, স্থানীয় এনজিও ইজওয়ার সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বেতাগী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিলন তালুকদার, বেতাগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নেছার খান খান, সাংবাদিক মো. কামাল হোসেন, মো. জলিল খন্দকার ও ওয়েব ফাউন্ডেশনের সিএমও মো. সাইফুল ইসলাম সুমন মোঃ বশির উল্লাহ বাশার।