পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার ৩১ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তরে জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাকেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা জামায়াতের আমীর নাজমুল আহসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোজামেল হোসেন তপন, একেএম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বাহাউদ্দিন, পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ সোহরাব হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ প্রমূখ।
জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন সংবাদপত্র ও সাংবাদিকরা দেশের উন্নয়নে ও মানুষের কল্যানে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশার দায়িত্ব পালন করে থাকে। গত ১৬ বছর মিডিয়ায় কোন স্বাধীনতা ছিল না। একটি রাষ্ট্রর মূল প্রতিষ্ঠান আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগে কোন স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার অনেক মিডিয়া ব্যাক্তিত্বকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়ে অনেককে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে।
এ প্রসঙ্গে তিনি মাহামুদুর রহমানের উপর অত্যাচার, নির্যাতনের কথা উল্লেখ করেন। আজ নীতিভ্রস্টদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আগামীদিনে সাংবাদিকদেরকে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম কর্মকান্ড তুলে ধরারও আহবান জানান তিনিসহ অতিথিবৃন্দ।
বর্তমান সময়ের সাংবাদিকদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন।