বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াত ইসলামী রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্টে গণ-আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় রাজাপুর উপজেলার ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজাপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াত ইসলামী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা আমির মাওলানা মোঃ কবির হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যের এক পর্যায়ে বলেন, “আমরা একটি স্লোগান শুনছি—সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। “বাংলাদেশ জামায়াত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।” “শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পথে যদি কেউ বাধা সৃষ্টি করে বা সেই পথকে ম্লান করে, তবে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ মহিউদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত অন্যান্য বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
দোয়া শেষে শহীদ, আহত ও পঙ্গুদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা আমীর।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।