বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
vangchur

বরিশালে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জাকিরের তান্ডব

বাংলাদেশ বাণী।।
বরিশাল সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের বগের খাল এলাকায় গভীর রাতে ৫০টি ড্রেজারের পাইপ কেটে ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পারভেজ হাওলাদার মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনাটি ঘটে ৬ নভেম্বর, বুধবার দিবাগত রাতের আঁধারে, জাগুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগের খালপাড় এলাকায়। পারভেজ হাওলাদার জানান, তিনি এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে যৌথভাবে বালুমহল থেকে ড্রেজার ব্যবসা পরিচালনা করছেন। কিছুদিন আগে, বগের খালের গোড়ায় ড্রেজারের পাইপ লাইন টানানোর সময় ইউপি সদস্য জাকির হোসেন, রুবেল, সম্রাট, মিঠুন, সুমন এবং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজনসহ অজ্ঞাত ৮-১০ জন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় পরবর্তী সময়ে এই চক্রের সদস্যরা ৫০টি ড্রেজার পাইপ কেটে ভাঙচুর করেন।

পারভেজ হাওলাদার আরও অভিযোগ করেন, জাকির হোসেন এবং তার সহযোগীরা এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, গরু চুরি, মাদক ব্যবসা, ইভটিজিং, অসহায় মানুষদের হয়রানি এবং হামলার মতো একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা শিমুল বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ইউপি সদস্য জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি বারবার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *