শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালের বানারীপাড়ায় বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাইদুল ইসলাম শফিক।।

বরিশালের বানারীপাড়ায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৪অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনের প্রাঙ্গণে এ বীজ ও সার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিয়াজ আহমেদ মৃধা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব সাংগাঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাস, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন,ইলিয়াস শেখ, মোঘল সুমন শাফকাত শুভ, নাঈম মোঘল,মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক নুরুজ্জামান পলাশ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান জানান রবি ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূণবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ও ইনব্রিড গম, শাকসবজি, সরিষা, সূর্যমুখী (ওপি), সূর্যমুখী হাইব্রিড, চিনাবাদাম, সয়াবিন মুগ, মসূরী ও খেসারি ফলনের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে এ বীজ বিতরণ করা হচ্ছে যাতে অর্থনৈতিকভাবে কৃষকরা লাভবান হয়ে দেশের চাহিদা পূরণে অবদান রাখতে পারে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *