শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত হওয়ায় দোয়া ও আলোচনা সভা

মোঃ রাসেল হাওলাদার ইন্দুরকানী প্রতিনিধি।।

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত হওয়ায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়ালিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী’র সাবেক আমির হাবিবুর রহমান, বর্তমান আমির মাওলানা আলী হোসেন, এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল।

এসময় আরও উপস্থিত ছিলেন সার্জারি কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, ডা. মৃন্ময় পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী।

এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খান নাছির উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ২০০৮ সালে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও দীর্ঘ ১৬বছর ধরে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি। অবশেষে এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননী গোপালের প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১শয্যা থেকে ৫০শয্যায় উন্নীত হয়েছে।

তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ডাক্তার ও জনবল সংকট রয়ে গেছে। প্রায় লক্ষাধিক জনবসতির এই উপজেলায় পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করতে অতিরিক্ত জনবল নিয়োগের দাবি জানান।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *