শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় ইউএনও’র সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

মোহাম্মদ ইউসুফ।।

বরিশালের হিজলা উপজেলায় জনগনের জন্য নাগরিক সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইলিয়াস সিকদার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

সাক্ষাতকালে তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন, ভূমি সংক্রান্ত সেবা, ডিজিটাল সেন্টারের কার্যকারিতা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সেবা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণ যেন কোনো হয়রানির শিকার না হয়, সেটিই আমাদের প্রত্যাশা। এছাড়াও মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আহ্বান জানান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য তিনি ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানান এবং এসব কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাওলানা আবদুল জব্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। তিনি এ বিষয়ে জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

বুধবার (২৩জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, উপজেলা সেক্রেটারী সৈয়দ গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামু চৌধুরী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যাযের কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *